Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

চিকেন ড্রামস্টিক

$
0
0

এই রোজায় কি বাসার ছোট সদস্যও কি রোজা রাখতে শুরু করেছে? তাদের কথাটাও মাথায় রেখে তো ইফতারির আইটেম সাজাতে হয়। তাহলে কিন্তু আজকের রেসিপিটা একদম পারফেক্ট! দেখে নিন -

উপকরণ

(১) চিকেন ড্রামস্টিক ৫০০ গ্রাম

(২) রসুন ১৫ গ্রাম

(৩) লেটুস পাতা ২০ গ্রাম

(৪) আদা ১৫ গ্রাম

(৫) নর ক্রিস্পি ফ্রাইড চিকেন মিক্স ৩০ গ্রাম

(৬) হলুদ গুঁড়া ১ গ্রাম

(৭) কালো গোলমরিচ গুঁড়া ১ গ্রাম

(৮) লেবুর রস ৫ মি.লি.

(৯) সয়া সস ১০ মি.লি.

(১০) অলিভ অয়েল ৩০ মি.লি.

(১১) মধু ২০ মি.লি.

(১২) পানি ৫০ মি.লি.

প্রণালী

-   রসুন লেটুস পাতা আদা ভালোভাবে ধুয়ে কেটে নিন।

-   চিকেন ড্রামস্টিকগুলো ভালোভাবে ধুয়ে নিন।

-   একটি পাত্রে  চিকেন ড্রামস্টিক নিয়ে তাতে নর ক্রিস্পি ফ্রাইড চিকেন মিক্স , রসুন , আদা , হলুদ গুঁড়া , কালো গোলমরিচ গুঁড়া , লেবুর রস এবং সবশেষে সয়া সস দিয়ে মিক্স করে ২ ঘণ্টার জন্য মেরিনেট করুন।

-   একটি ফ্রাই প্যানে তেল গরম হতে দিন। গরম তেলে মেরিনেট করা চিকেন পিসগুলো দিয়ে দু’পাশ ভালো করে ১০ মিনিটের মতো ভেজে নিন।

-   এরপর মধু , পানি দিয়ে চিকেন সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন।

-   নামিয়ে লেটুস পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

হাতের কাছের জেনারেল শপ থেকে শুরু করে সুপার শপগুলোতে পেয়ে যাবেন এই  স্যুপ , নাগেটস , নুডলস এর দারুণ সব নর মিক্সের সম্ভার। এছাড়া অনলাইনে কিনতে চাইলে এখানে ক্লিক করে পছন্দের নর মিক্স হাতের কাছেই রাখুন।


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles