Quantcast
Viewing all articles
Browse latest Browse all 3051

মোজেরেলা স্যান্ডউইচ

স্যান্ডউইচে চিকেনের সাথে সাথে একটু মোজেরেলা চিজ আর নর নাগেটস মিক্সের মেলবন্ধন কিন্তু অসাধারণ। তাহলে দেখে নিন মোজেরেলা স্যান্ডউইচের ইজি একটি রেসিপি -

উপকরণ

(১) ব্রাউন ব্রেড – প্রয়োজন মতো

(২) চিকেন কিমা – ১০০ গ্রাম

(৩) শশা – ৩০ গ্রাম

(৪) টমেটো – ৩০ গ্রাম

(৫) লেটুস পাতা – ৩০ গ্রাম

(৬) তেল – ৬ টেবিল চামচ

(৭) ডিম – ১ টি

(৮) নর নাগেটস মিক্স – ৩ টেবিল চামচ

(৯) সাদা গোল মরিচ গুঁড়া – ১/২ টেবিল চামচ

(১০) মধু – ১ টেবিল চামচ মধু

(১১) মোজেরেলা  চিজ – ৩০ গ্রাম

প্রণালী

- শশা , টমেটো  গোলাকার করে কেটে নিন।

- লেটুস পাতা পাউরুটির শেপে  কেটে নিন।

- একটি পাত্রে চিকেন কিমা নিয়ে তাতে নর নাগেটস মিক্স দিয়ে ভালো করে মিক্স করুন।

- ফ্রাই প্যানে তেল গরম করে তাতে চিকেন মিক্স দিয়ে ১০ মিনিট ফ্রাই করে সরিয়ে রাখুন ।

- ভেজে রাখা মাংসের কিমাতে একটি ডিম , মধু , সাদা গোলমরিচ গুঁড়া ,  তেল (৩ টেবিল চামচ) দিয়ে ভালোভাবে মিক্স করে রাখুন।

- এবার একটি পাউরুটির স্লাইসের উপর  একে একে টমেটো চিকেন মিক্স দিয়ে তার উপর শশা এবং বাঁধাকপির টুকরো এবং মোজেরেলা  চিজ  দিয়ে সবশেষে আরেকটি পাউরুটি স্লাইস দিয়ে ঢেকে দিন।

- ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৩ মিনিট বেক করুন।

হাতের কাছের জেনারেল শপ থেকে শুরু করে সুপার শপগুলোতে পেয়ে যাবেন এই  স্যুপ , নাগেটস , নুডলস এর দারুণ সব নর মিক্সের সম্ভার। এছাড়া অনলাইনে কিনতে চাইলে এখানে ক্লিক করে পছন্দের নর মিক্স হাতের কাছেই রাখুন।


Viewing all articles
Browse latest Browse all 3051

Trending Articles