খুশকি আমাদের চুলের প্রধান একটি সমস্যা । যতই কেয়ার করি না কেন , জেদি খুশকি কিছুতেই যেন যেতে চায় না । অনেকে সারাবছরই ভোগেন এই সমস্যা নিয়ে আবার অনেকে বছরের কিছুটা সময় ভোগেন।
গরমের তীব্রতা দিন যেন বাড়ছে , এ সময় খুশকি খুব ভালোমতোই ভোগাবে আপনাকে। মাথায় ঘাম জমবে আর মাথার স্কাল্পে চুলকানি হবে। যা খুবই অসহ্যকর ব্যাপার।তাই আজ এমন একটা প্রোডাক্টের রিভিউ দেব যেটা আপনার খুশকির সমস্যা থেকে অনেকখানি বাঁচাবে। আর সেটি হলো – দ্যা বডি শপ জিনজার অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু।
প্যাকেজিং এবং টেক্সচার
প্রথমেই আসি প্যাকেজিং এর কথায়। এই শ্যাম্পুটি একটি প্লাস্টিকের বোতলে আসে। ফ্লিপ টপ ক্যাপ যুক্ত থাকে। প্যাকেজিং নিয়ে আমার কোনো আপত্তি নেই। ঠিক আছেই বলা যায়। বডিশপের প্রায় প্রোডাক্টগুলোর প্যাকেজিং এই ধরণেরই হয়।
এবারে আসি টেক্সচারে। এই শ্যাম্পুটি জেল বেইসড।স্বচ্ছ । খুব ঘনও না আবার খুব পাতলা টেক্সচারেরও না।
আমার অভিজ্ঞতা
সত্যি কথা বলতে কি, আমার অরগ্যানিক প্রোডাক্টের প্রতি সবসময়ই দূর্বলতা রয়েছে। আমার মনে হয় এগুলো কাজ ভালো করবে এবং হয়ও তাই।
বডিশপের শ্যাম্পুটা আমি প্রথম আমার রিলেটিভের বাসায় ব্যবহার করেছিলাম। আমার মাথায় সবসময়ই খুশকি থাকতো। তো প্রথম যখন আমি শ্যাম্পুর ফ্লিপ টপ ক্যাপটি ওপেন করি, এর জিনজারি স্মেল আমার বেশ ভালো লেগেছিলো। এরপরপরিমাণ মতো হাতে ঢেলে স্কাল্পে লাগাই। আমি আমার চুল ওয়াশ করে ড্রাই হওয়ার পর ফিল করি যে, আমার চুল বেশ ঝরঝরে হয়েছে এবং জিনজারি স্মেলটা হালকা রয়ে গেছে। স্কাল্প বেশ ক্লিন মনে হচ্ছিলো আমার কাছে। আর আমার স্কাল্পের অয়েলি ভাব দূর হয়ে গিয়েছিলো। তো প্রথম দিনেই আমি বেশ ইম্প্রেস হয়ে গেলাম। আমি টোটাল ২ দিন এটি ব্যবহার করেছিলাম। এরপর আমি নিজেই কিনে নেই। এটি ব্যবহার করার পর আমার খুশকি অনেক কমে গিয়েছে। আমার মাথায় গরমে প্রচুর চুলকানি হতো, সেটা আর এখন হয় না বললেই চলে।
এই শ্যাম্পুটার যে মেইন উপাদান, তা হলো জিনজার বা আদা । আর আমরা প্রায় সবাই চুলের যত্নে জিনজারের উপকারীতার কথা জানি। জিনজারে অ্যান্টি ব্যাক্টেরিয়াল প্রপার্টি রয়েছে। এছাড়াও এতে অরগ্যানিক হানি রয়েছে, যা স্কাল্পকে ময়েশ্চারাইজ করে।
দ্যা বডিশপ জিনজার অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পুর যে দিকগুলো আমার ভালো লেগেছে -
১. খুশকির আধিক্য কমিয়ে আনে।
২. চুল পড়া কমায়।
৩. স্কাল্পকে ক্লিন রাখে এবং চুল ঝরঝরে করে তোলে।
৪. চুলে থাকা এক্সেস অয়েল সহজেই দূর করে।
৫. প্রথম কয়েক ওয়াশেই ড্যানড্রাফের পার্থক্য বুঝতে পেরেছি আমি।
৬. এই শ্যাম্পুটি অরগ্যানিক উপাদানে তৈরী।
দ্যা বডিশপ জিনজার অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পুর যে দিকগুলো আমার ভালো লাগেনি-
- রেগুলার ব্যবহারে চুল একটু ড্রাই মনে হতে পারে।
- এক্ষেত্রে ভালো কন্ডিশনার ব্যবহার করতে হবে।
দাম
২৫০ মি.লি. বোতলের দাম পড়বে ৯০০ টাকা।
কোথায় পাবেন? যমুনা ফিউচার পার্কে অবস্থিত স্যাফায়ার এ পেয়ে যাবেন এই প্রোডাক্টটি। চাইলে ঘরে বসে অনলাইনে ও অর্ডার করে নিতে পারেন।
লিখেছেন – জান্নাতুল মৌ