Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

স্কুলের টিফিন বা অফিসের জন্য দারুণ একটি লাঞ্চ আইটেম

$
0
0

মজাদার একটি লাঞ্চ আইটেম নিয়ে এলাম । বাড়িতে পনির থাকলে বাচ্চার টিফিনে অথবা অফিসের লাঞ্চ আইটেম হিসেবে নিয়ে যেতে পারেন অনায়েসেই ।

উপকরণ 

  • পনির টুকরো করে কাটা – দেড় কাপ
  • বাসমতী চাল – ১ কাপ
  • সবজি – ১  কাপ ( গাজর , ভুট্টা , মটরশুঁটি )
  • টমেটো কেচাপ – ২ চা চামচ
  • লাল মরিচ গুঁড়া – ১/৪ চা চামচ
  • সয়া সস – ১ চা চামচ
  • চিলি সস – ১ চা চামচ
  • পিঁয়াজ কুঁচি – ৩ চা চামচ
  • ধনেপাতা কুচি – ৪ চা চামচ
  • কাঁচামরিচ –  ৩/৪ টি
  • গোলমরিচ গুঁড়া – ১/৪ চা চামচ
  • লবন – স্বাদ মতো
  • তেল – ৫ টেবিল চামচ

প্রণালী

- প্রথমে বাসমতী চাল পানিতে লবন দিয়ে সিদ্ধ করে পানি ঝরিয়ে ঠাণ্ডা করে নিতে হবে।

- সবজি সিদ্ধ করে আলাদা করে রাখতে হবে।

- একটি বাটিতে টমেটো সস , সয়া সস , চিলি সস , লবন , মরিচ গুঁড়া মিশিয়ে এতে টুকরো করা পনির মেখে রাখতে হবে।

- এবার প্যান-এ সামান্য তেল দিয়ে পনিরগুলো ভেজে তুলে নিতে হবে।

- একই প্যান-এ আবার সামান্য তেল দিয়ে সয়া সস , টমেটো কেচাপ , সবজি , রান্না করা ভাত দিয়ে মিশিয়ে নিয়ে পনির , গোলমরিচ গুঁড়া দিয়ে লবন ছিটিয়ে দিতে হবে।

- নামানোর আগে পিঁয়াজ কুঁচি , ধনেপাতা , কাঁচামরিচ দিয়ে মিশিয়ে গরম পরিবেশন করতে হবে।

ছবি ও রেসিপি -   নুসাইবা নিঝুম

 


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles