Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3048

প্রোডাক্ট রিভিউ : দি বডি শপের টি ট্রি অয়েল ফ্ললেস বিবি ক্রিম

$
0
0

যারা প্রতিদিন বাইরে যান, অফিস কিংবা ভার্সিটিতে, অথবা টুকটাক বেড়াতে বা মার্কেটে, অনেকেই প্রতিদিন ভারী মেকাপ করা পছন্দ করেন না। ফুল কাভারেজ ফাউন্ডেশন আর বিউটি ব্লেন্ডার নিয়ে আস্তে ধীরে মেকাপ করার সময় এবং ধৈর্য্য ও অনেকেরই থাকে না। তাহলে প্রতিদিন বাইরে যেতে হলে ঝটপট সাজগোজের জন্য সবচেয়ে সহজ উপায় কি? আমার জন্য কিন্তু বিবি ক্রিম, কম্প্যাক্ট, কাজল আর লিপস্টিক হলো সবচেয়ে শর্টকাট সলিউশন!

বিবি ক্রিমের ফুল ফর্ম হলো ব্লেমিশ বাম বা বিউটি বাম। এটা এক ধরণের টিন্টেড ময়েশ্চারাইজার যা ত্বকের অসামঞ্জস্যতাকে দূর করে, স্কিনটোনকে ইভেনকরে, হালকা থেকে মাঝারি কাভারেজ দেয়, স্কিনকে ময়েশ্চারাইজ করে, কিছুটা SPF থাকে বলে কিছুটা সানস্ক্রিনের কাজ করে, কিছুটা প্রাইমারের কাজ ও করে। সোজা কথায় এইটা একটা মাল্টিটাস্কিং ক্রিম যা প্রতিদিন ব্যবহার করার জন্য খুব ভালো একটা অপশন। মার্কেটে এখন অনেক ব্র‍্যান্ডের বিবি ক্রিম পাওয়া যায়। আজকে আমি যে বিবি ক্রিম নিয়ে লিখতে যাচ্ছি সেটা হলো দি বডি শপের টি ট্রি অয়েল ফ্ললেস বিবি ক্রিম (The Body Shop Tea Tree Oil Flawless BB Cream)। এটা আমি বেশ অনেকদিন ধরেই ব্যবহার করছি। আগে বেশ কিছু অন্যান্য ব্র‍্যান্ডের বিবি ক্রিম ব্যবহার করলেও এটা আমার একনেপ্রোন কম্বিনেশন স্কিনে বেশি স্যুট করেছে।

দি বডি শপ হলো ব্রিটিশ একটি কসমেটিক্স এবং স্কিন কেয়ার প্রোডাক্টস কোম্পানি। অনেকেই হয় তো জানেন না, এটি L’Oréal এর একটি সাবসিডিয়ারি কোম্পানি। আমাদের দেশে এখন দি বডি শপের অনেকগুলো বিউটি প্রোডাক্টসই বেশ জনপ্রিয় হচ্ছে, বিশেষ করে এর টি ট্রি রেঞ্জ এর প্রোডাক্টগুলো। বডি শপের টি ট্রি রেঞ্জের সব প্রোডাক্টের মূল উপাদানের একটি হলো কমিউনিটি ট্রেড পিউরিফাইং অর্গানিক টি ট্রি অয়েল, যা মাউন্ট কেনিয়ার পাদদেশ থেকে সংগ্রহ করা হয়। তো এই রেঞ্জের সব প্রোডাক্টেই টি ট্রি অয়েলের স্মেল থাকে, যা সবার ভালো নাও লাগতে পারে। ব্যক্তিগতভাবে আমার অবশ্য বেশ রিফ্রেশিং লাগে।

৪০ এম.এল. এর ছোট্ট সবুজ রঙের টিউবে বিজ রঙের ফ্লিপ ক্যাপসহ আসে এই বিবি ক্রিমটি। মোট তিনটা শেড এ পাওয়া যায়। আমি টিপিক্যাল ফর্সা নই, আবার শ্যামলা ও নই। তাই আমার স্কিন টোনের সাথে শেড নাম্বার ০২, মিডিয়াম টা ভালো যায়।

Tea Tree Flawless BB Cream

এটা স্বাভাবিক থেকে তৈলাক্ত ত্বকের জন্য বেশি উপযোগী। শুষ্ক ত্বকে ব্যবহার করতে হলে বিবি ক্রিম দেয়ার আগে অবশ্যই শুষ্ক ত্বকের উপযোগী ভালো মানের হেভি ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। খুব অল্প পরিমাণ ক্রিম হাতে নিয়ে ফোঁটা ফোঁটা করে স্কিনে মেখে হাত দিয়ে বা বিউটি ব্লেন্ডার ব্যবহার করে ব্লেন্ড করে নিলে স্কিনে খুব ভালোভাবে মিশে যায় এবং স্কিনকে একটা ডিউই ম্যাট ফিনিশ (dewy matt finish) লুক দেয়।

DSC01780

তবে আপনার স্কিনে যদি অনেক বেশি গাঢ় স্পট থাকে, তাহলে অবশ্য আপনার এর পরে কনসিলার ব্যবহার করা লাগতে পারে, যেহেতু আমি আগেই বলেছি এটা এক ধরণের লাইট টিন্টেড ময়েশ্চারাইজার, ফুল কাভারেজ ফাউন্ডেশন বা কনসিলার নয়। যদিও হালকা দাগগুলো বেশ ভালোই ঢেকে দিতে পারে বিবি ক্রিমটি।

The_Body_Shop_Tea_Tree_Flawless_BB_Cream_4

স্কিনে ব্যবহারের পর টি ট্রি অয়েলের কারণে বেশ কুলিং একটা ইফেক্ট পাওয়া যায়। নতুন করে আমার একনে ব্রেক আউটও ঘটায়নি। ব্যবহারের ৪-৫ ঘণ্টা পর অবশ্য বাইরের স্বাভাবিক তাপমাত্রায় থাকলে আমার টি জোন অয়েলি হয়ে যায়।

 যে দিকগুলো ভালো লেগেছে

(১) সবুজ রঙের ছোট্ট টিউবে বিজ রঙের ফ্লিপ ক্যাপের প্যাকেজিংটা আমার বড় পছন্দের। প্লাস্টিক টিউব হওয়ায় ট্রাভেল ফ্রেন্ডলি। ডেইলি আপনার হ্যান্ডব্যাগে ও নিশ্চিন্তে ক্যারি করতে পারেন।

(২) তিনটি ভিন্ন শেডে পাওয়া যায়, যেটা অনেক বিবি ক্রিমেই নেই। শেডের সীমাবদ্ধতা তুলনামূলক কম থাকায় নিজের স্কিন টোনের সাথে কম্প্যাটিবল শেড পাওয়া তুলনামূলক সহজ বলে মনে হয়েছে আমার কাছে।

(৩) আমার একনে-প্রোন কম্বিনেশন স্কিনে বেশ ভালোভাবে স্যুট করেছে। কোন নতুন একনে ব্রেক আউট ঘটেনি। It doesn’t clogg the pores.

(৪) প্রতিদিন ব্যবহার করার জন্য বেশ ভালো মনে হয়েছে। যারা নো মেকআপ লুক প্রেফার করেন তাদের জন্য খুব ভালো একটি অপশন এটি।

(৫) ব্যক্তিগতভাবে টি ট্রি অয়েলের স্মেল এবং কুলিং সেনসেশন দুটোই আমার পছন্দ। আমার কাছে বেশ রিফ্রেশিং লাগে।

(৬) এটি ১০০% vegan product

(৭) এর শেলফ লাইফ টিউবের মুখ খোলার পর থেকে ১২ মাস পর্যন্ত, কাজেই যারা একেবারেই occasionally ফেসে কিছু ব্যবহার করেন, তারা একটি টিউব কিনে নিশ্চিন্তে এক বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন।

যে দিকগুলো ভালো লাগেনি

(১) টি ট্রি অয়েলের স্মেলটা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে।

(২) SPF নেই।

(৩) ড্রাই স্কিনের জন্য আমি রেকমেন্ডকরবো না, কারণ এটা বেশ ম্যাট ফিনিশিং লুক দেয় যা ড্রাই স্কিনে প্যাচিমনে হতে পারে।

মূল্য এবং রেটিং

আমি ব্যক্তিগতভাবে একে রেটিং দিবো ৮.৫/১০। বর্তমানে এর মার্কেট প্রাইস হচ্ছে ১২৫০ টাকা।

কোথায় পাবেন? 

বেশ কিছু বড় কসমেটিক্স এর দোকানসহ যমুনা ফিউচার পার্ক আর সীমান্ত স্কয়ারে অবস্থিত স্যাফায়ার এ পেয়ে যাবেন অরিজিনাল প্রোডাক্টটি। চাইলে ঘরে বসে অনলাইনে ও অর্ডার করতে পারেন।

Stay Beautiful, Stay Gorgeous.
লিখেছেন -ফারহানা প্রীতি


Viewing all articles
Browse latest Browse all 3048

Trending Articles