Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

চিকেন মাঞ্চুরিয়ান

$
0
0

কিছু দিন আগে সয়া দিয়ে  মাঞ্চুরিয়ান রান্না শিখেছি আমরা এবার  রইল চিকেন দিয়ে মাঞ্চুরিয়ান রান্নার কৌশল। তাহলে আর দেরি কেন ? ঝটপট দেখে নিন চিকেন মাঞ্চুরিয়ান রান্নার পুরো প্রণালী।

উপকরণ

  • মুরগির মাংসের টুকরা -দেড়কাপ।
  •  কিউব করে কাটা পেঁয়াজ , লাল , সবুজ , হলুদ ক্যাপসিকাম  - ১ কাপ
  • স্প্রিং অনিয়ন কুঁচি – ৪ টেবিল চামচ
  • মরিচ গুঁড়া – আধা চামচ
  • গোলমরিচ গুঁড়া - ১/৪ চা চামচ
  • ময়দা -৪/৫ চা চামচ
  • আদা বাটা-আধা চা চামচ
  • কর্ন ফ্লাওয়ার-২  চা চামচ
  • লবন – পরিমাণ মতো
  • তেল - পরিমাণ মতো
  • সয়াসস – ২ টেবিল চামচ
  • টমেটো কেচাপ – ২  টেবিল চামচ
  • ডিম – ১ টি

প্রণালী

- প্রথমে মাংসে মরিচ গুঁড়া , আদা বাটা , লবন , ডিম মিশিয়ে ১০ মিনিট মেরিনেট করে ময়দা , কর্ণফ্লাওয়ার মিশিয়ে তেলে ভেজে নিতে হবে।

- প্যানে তেল দিয়ে আদা বাটা , লবন দিয়ে দিন ।

- এবার  সব সবজি এবং সস  দিয়ে সামান্য পানি দিতে হবে ।

– পানি একটু কমে এলে কর্ণফ্লাওয়ার সামান্য পানিতে গুলে দিয়ে দিতে হবে।

– এবার কাঁচামরিচ এবং স্প্রিং অনিয়ন দিয়ে ৫মিনিট পরে নামিয়ে নিন। 

ছবি ও রেসিপি - নুসাইবা নিঝুম

 


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles