Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

ছানা তৈরির পারফেক্ট পদ্ধতি

$
0
0

ছানা তৈরির কৌশল জানা থাকলে বিভিন্ন ধরণের মিষ্টি তৈরি অনেকখানি সহজ হয়ে যায়। তাই আজকের রেসিপিতে রইল পারফেক্ট ছানা তৈরির পদ্ধতি। দেখে নিন  পারফেক্ট ছানা তৈরির পুরো প্রণালী।

উপকরণ

  • দুধ ফুল ক্রিম – ১ লিটার
  • লেবুর রস/ভিনেগার – ২ টেবিল চামচ
  • ছেঁকে নেয়ার জন্য – পাতলা কাপড়/চিজ ক্লথ

প্রণালী

- প্রথমে একটি পাতিলে দুধ জ্বাল দিতে হবে।ফুটে উঠলে সাথে সাথে ভিনেগার দিয়ে দিতে হবে।পানি থেকে জমাট বাধা দুধটা আলাদা হয়ে গেলেই বুঝতে হবে ছানা হয়ে গেছে।

- এবার পাতলা কাপড়ে ছেকে নিয়ে সাভাবিক তাপমাত্রার পানিতে সামান্য ধুয়ে নিতে হবে যেন ভিনেগারের গন্ধটা চলে যায়।

- এখন ১৫মি. কোথাও ঝুলিয়ে রাখতে হবে।পানিটা ঝরে যাওয়ার জন্য।

- ব্যস ! হয়ে গেলো ছানা তৈরী।

টিপস

- দুধ বেশী জ্বাল করবেন না ।

- একবার ফুটে উঠলেই ভিনেগার দিয়ে দিবেন।

- ছানাটা খুব বেশী ঠাণ্ডা পানিতে ধুবেন না এতে শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

- হাত দিয়ে পানি চেপে বার করবেন না।

ছবি ও রেসিপি – নুসাইবা নিঝুম


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles