Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

ব্রেড পিৎজ্জা

$
0
0

নাস্তার পর অতিরিক্ত পাউরুটি দিয়ে তৈরি করতে পারেন মজাদার ব্রেড পিৎজ্জা। বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তার জন্য পারফেক্ট এই স্ন্যাক্সটি। 

উপকরণ 

  • পাউরুটি – ৪ পিস
  •  ক্যাপসিকাম – ১/২ কাপ কুঁচি (লাল, সবুজ)
  • পিঁয়াজ কুঁচি – ১/৪ কাপ
  • জেলাপিনো – ২ টি কুঁচি করে নেয়া
  • ব্ল্যাক ওলিভ কুঁচি - ৪/৫ টি
  • মোজরেলা চিজ কুঁচি - ১/২ কাপ
  • পিৎজ্জা সস – ১/২ কাপ
  • চিলি সস – ৩ টেবিল চামচ
  • শুকনো মরিচ গুঁড়া – ১ চামচ
  • ওরিগানো – ২চামচ
  • লবন – স্বাদ মতো

প্রণালী 

- প্রথমে সসগুলোর সাথে শুকনো মরিচ গুঁড়া মিশিয়ে পাউরুটির উপরে ব্রাশ করতে হবে।

- এবার সব সবজির সাথে সামান্য লবন মিশিয়ে পাউরুটিরর উপর বিছিয়ে দিয়ে উপরে চিজ দিতে হবে। এর উপরে হালাপিনো ও অলিভ দিতে হবে।

- আবার সামান্য চিজ দিতে হবে।

- মাইক্রোওভেন ২৫০ ডিগ্রিতে প্রি-হিট করে ১৫ মিনিট রেখে পরিবেশন করুন।

টিপস

  • চেষ্টা করুন ফ্রেশ পাউরুটি ব্যববহার করতে।
  • পাউরুটি ক্রিস্পি হওয়া পযর্ন্ত বেক করুন।

ছবি ও রেসিপি - নুসাইবা নিঝুম


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles