ঝটপট প্রাণ জুড়িয়ে নেয়ার জন্য তৈরি করে নিতে পারেন আইস ল্যাটে। হাতের কাছে কিছু উপকরণ থাকলে আর রেসিপিটি জানা থাকলে আর কি লাগে?
উপকরণ
- কফি-২ টে চামচ
- কেরামেল সস-৪ টে চামচ
- দুধ-১/২ কাপ
- গরম পানি-১/২কাপ
- চিনি-২ চামচ
- হুইপড ক্রিম- প্রয়োজন মতো
- বরফ-১/২ কাপ
প্রণালী
-ব্লেন্ডারে ক্রিম ছাড়া সব উপকরণ মিশিয়ে ২ মিনিট ব্লেন্ড করুন।
- এবার সার্ভিং গ্লাসে প্রথমে বরফ তারপরে ব্লেন্ড করা ল্যাটে ঢেলে উপরে হুইপড ক্রিম দিয়ে কেরামেল দিয়ে পরিবেশন করুন।
বি:দ্র:আপনারা চাইলে সাধ বাড়ানোর জন্য চিনি বাড়িয়ে নিতে পারেন।
ছবি ও রেসিপি – নুসাইবা নিঝুম