ব্ল্যাকহেডস মুক্ত ত্বকের সাথে সাথে ইন্সট্যান্ট গ্লোয়িং ত্বকের জন্য বাজারে পিল অফ মাস্কের ছড়াছড়ি! হাতের কাছে অল্প কিছু উপাদান থাকলেই কিন্তু নিজেই তৈরি করে ফেলতে পারবেন এই হোমমেড পিল অফ মাস্কটি। দেখে নিন কীভাবে। এই মাস্কটি সপ্তাহে ১ বার করে করতে পারেন। সব ধরণের ত্বকের জন্য এই মাস্কটি মানানসই।
ভিডিও টিউটোরিয়াল – সাজগোজ ডট কম