Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

গার্লিক ফ্লাওয়ার ব্রেড

$
0
0

দোকান বা বেকারির খাবার স্বাস্থ্যকর কিনা তা নিয়ে  অনেকেই সন্দিহান থাকেন। সময় পেলে ঘরে বসেই তৈরি করা যায় মজাদার একই সাথে স্বাস্থ্যকর গার্লিক ফ্লাওয়ার ব্রেড।

উপকরণ

  • ময়দা ২ কাপ
  • লবন আধা চা চামচ
  • চিনি ৪ চা চামচ
  • ইস্ট ১ চা চামচ
  • মাখন ২ চা চামচ
  • ডিম ১টা
  • গুঁড়া দুধ ২ চা চামচ
পুরের জন্য
  • মাখন ৬ চা চামচ
  • রসুন কুঁচি ২ চা চামচ
  • ধনেপাতা কুঁচি ৪ চা চামচ
  • কাঁচা মরিচ কুঁচি ২ চা চামচ

প্রণালী

-ব্রেড ডো-এর উপকরণ ভালো করে মথে নিন।
– মাখনের সাথে রসুন কুঁচি, ধনেপাতা ও কুঁচি মরিচ কুঁচি মাখিয়ে নিন।
– এবার ব্রেড ডো থেকে ছোট ছোট লেচি বেলে তাতে মাখনের মিশ্রণ ১ চামচ দিয়ে পুলি পিঠার মতো চাপ দিয়ে বেকিং ট্রেতে সাজিয়ে নিন।
– ব্রেড বেক করার আগে উপরে ডিম ব্রাশ করে নিন।
– এবার ১৮০ ডিগ্রি তাপে ৩৫ মিনিট বেক করুন।

ছবি ও রেসিপি – খুরশিদা রনী


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles