শীত আসছে আসছে করছে। আর এই ঋতুতে ত্বকের একটু বেশি যত্ন না নিলেই নয়। শীতের রুক্ষতার ছোঁয়া যাতে আপনার ত্বকে না পড়ে এবং একইসাথে ত্বক হয়ে ওঠে ফর্সা,উজ্জ্বল এবং প্রাণবন্ত সেই উপায় বলে দিচ্ছেন আমাদের সবার প্রিয় বিউটি এক্সপার্ট শাহ্নাজ শিমুল রহমান। প্রতিবারের মত এবারও তিনি ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে এমন দুটি বডি এবং ফেস মাস্ক তৈরি করা দেখিয়েছেন যা আপনি ঘরে বসেই করতে পারবেন। তবে চলুন দেখে নিই,শাহ্নাজ শিমুল রহমানের এবারের হোমমেইড ফেস,বডি প্যাক টিউটোরিয়ালটি।
টিউটোরিয়াল এবং ছবিঃ শাহ্নাজ শিমুল রহমান